গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন
 (ফাইল ছবি)


 

গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় আরও প্রাণহানি। শিশু ও বেসামরিক নাগরিকসহ বহু হতাহত।

নতুন করে নিহত ২৪, আহত আরও অনেকে।


• ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় অন্তত ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। এই প্রাণহানির মধ্যে রয়েছে একটি পরিবারের ছয়জন সদস্য, যারা উত্তর গাজার বেইত লাহিয়ায় তাদের নিজ বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় নিহত হন।


- বেসামরিকদের লক্ষ্য করে একাধিক হামলা 

• উত্তর-পশ্চিম গাজার একটি আশ্রয়কেন্দ্রের পাশে বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৪ জন।

• পশ্চিম গাজায় সাবেক এক ফুটবল খেলোয়াড় মারা গেছেন আরেকটি আঘাতে।


তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহে থাকা ফিলিস্তিনিদের ওপর ড্রোন হামলায় নিহত ২ জন এবং আহত আরও অনেকে।


খান ইউনিসে হামলা, শিশুদেরও মৃত্যু : 

 দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একাধিক হামলায় প্রাণ গেছে কমপক্ষে চারজনের। এর মধ্যে আল-মাওয়াসি এলাকার বাস্তুচ্যুতদের শিবিরে চালানো বোমা হামলায় তিন শিশু ও তিন নারীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

 

গোলাবর্ষণ ও উপকূলীয় অঞ্চলেও হামলা : 

ইউনিভার্সিটি কলেজের কাছাকাছি এলাকায় গোলাবর্ষণে নিহত হয়েছেন আরও একজন।


গাজার উপকূলীয় অঞ্চলেও ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে হামলা চালিয়েছে, যদিও হতাহতের নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। পাশাপাশি, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবির এবং দক্ষিণের রাফাহ শহরজুড়ে গোলাগুলির খবরও পাওয়া গেছে।


মানবিক বিপর্যয় চরমে : 

চলমান এই সংঘাতে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ইতোমধ্যেই ৫০ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে হাজারো বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্র।

Post a Comment

Previous Post Next Post