গাজা থেকে ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: রয়টার্স


গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে একের পর এক রকেট হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, গাজা থেকে অন্তত ১০টি রকেট ছোড়া হয়, যার মধ্যে ৫টি সফলভাবে প্রতিহত করা হয়েছে।


আলজাজিরার বরাতে জানা যায়, রোববার (৬ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটে। প্রতিরোধ করা রকেটগুলোর টুকরো আশকেলন এবং গ্যান ইয়াভনে এলাকায় পড়েছে। এতে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত তিনজন সামান্য আহত হয়েছেন।


ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বিস্তার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যেই সেনা মোতায়েন করা হয়েছে।


হামাসের দায় স্বীকার এবং প্রতিশোধের বার্তা : 


• ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা 'আল-কাসসাম ব্রিগেডস' জানিয়েছে, তারা ইসরায়েলের উপকূলীয় শহর আশদোদে রকেট হামলা চালিয়েছে। এই হামলা গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে জানানো হয়।


গাজায় চলমান অবরোধ ও মানবিক সংকট : 

• এক মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। অবরোধ ও ধারাবাহিক হামলার কারণে পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। মানবিক সহায়তার অভাবে লাখো মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।


• ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বড় পরিসরে অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী (IDF)। গত দেড় বছরে গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৬০০-এর বেশি এবং আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।


উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি গুলিতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েল।
 

Post a Comment

Previous Post Next Post