আ. লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয় : হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে কোনো আলোচনা নয় : হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। তিনি বলেছেন, বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি : বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, "এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। 'রিফাইন্ড' আওয়ামী লীগ নামে নতুন একটি 'ট্যাবলেট' নিয়ে হাজির হওয়ার চেষ্টা চলছে।" ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, "আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো 'ইফস' এবং 'বাটস' নেই। বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টার কোনো আলোচনা চলবে না। তাই ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আলোচনা বন্ধ—ফুলস্টপ।" বিচার ছাড়া পুনর্বাসন নয় : হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের বিচার নিশ্চিত না করে তাদের রাজনৈতিক পুনর্বাসনের প্রচেষ্টা দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হতে পারে। এনসিপি নেতা তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন সতর্ক ও সচেতন থাকার জন্য, যাতে কেউ জনগণের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে।

Post a Comment

Previous Post Next Post