ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মাগুরায় আট বছরের এক শিশুর ওপর বর্বরোচিত ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং ধর্ষক ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
রবিবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মাগুরার সেই আট বছরের মেয়ে শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন। এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সমাজের সকল সচেতন নাগরিক, ইমাম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানাই—ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। ধর্ষকদের ঘৃণা করুন ও সামাজিকভাবে বয়কট করুন।”
ধর্ষণের মতো জঘন্য অপরাধ রুখতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। আসুন, আমরা সবাই মিলে ধর্ষণমুক্ত সমাজ গড়ার শপথ নেই।