সাভারে পূর্ব শত্রুতার জেরে শ্রমিকদল ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৪
সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় পূর্ব শত্রুতার জেরে শ্রমিকদল নেতা মোহাম্মদ আলী ও স্থানীয় বিএনপি নেতা ফারুক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
সংঘর্ষের পেছনের ঘটনা :
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় যাদুরচরে ফারুক হোসেনের মালিকানাধীন একটি বাসায় নির্মাণ কাজ চলছিল। এসময় শ্রমিকদল নেতা মোহাম্মদ আলী চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেছেন আহত নির্মাণ শ্রমিক পলাশ। চাঁদা না দেওয়ায় তাদের মারধর করা হয় বলে তিনি জানান।
অপরদিকে, মো. আলী হোসেনের দাবি, তার মামাতো ভাই মোহাম্মদ আলীকে রাস্তায় ফারুকের লোকজন মারধর করছিল। তিনি তাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।
আহতদের পরিচয় :
আহতরা হলেন:
1. মোহাম্মদ আলী (৪৮) – শ্রমিকদলের স্থানীয় নেতা
2. আলী হোসেন (৪৭) – মোহাম্মদ আলীর মামাতো ভাই
3. মো. সোহাগ (৩৫) – নির্মাণ শ্রমিক
4. পলাশ (৩২) – নির্মাণ শ্রমিক
পুলিশ ও স্থানীয় প্রশাসনের বক্তব্য :
হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল, যা আগেও পাল্টাপাল্টি মামলার কারণ হয়েছে। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags
জাতীয়